সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষকদের ন্যায্য মূল্যে বীজ আলু ও সার প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে অংশীজনদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার দুপুর ১২টার দিকে সিরাজদীখান বাজারের বালুর মাঠে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ শুভ্র, উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার সমিতির সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন, সাধারন সম্পাদক জাকির হোসেন মুন্সি, জেলার বিসিআইসি ডিলার সমিতির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ খায়ের সহ উপজেলার বিএডিসি ও বিসিয়াইসি ডিলাররা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, আপনাদের কাছে যতটুকু বীজ আলু মজুদ আছে, ততটুকু আপনারা কৃষকদের কাছে বিক্রি করুন। আপনারা কোনো ডিলারকে দেবেন না। খুচরা ডিলাররা বীজ আলু মজুদ করে পরে কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করে। তাই আপনাদের যতটুকু সম্ভব ততটুকু আপনারা কৃষকদের মাঝে বিক্রি করুন এবং ন্যায্যমূল্যে বিক্রি করুন। আমি আশা করব আপনাদের বিষয়ে আমার কাছে আর কোনো অভিযোগ আসবে না। আমি আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই।