সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির অন্তর্ভুক্ত নতুন সদস্যদের প্রীতি সংবর্ধনা


প্রকাশের সময় :২৪ নভেম্বর, ২০২৪ ১১:০৮ : অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

২০২৪ সালের বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক এনরোলমেন্ট পরীক্ষার উত্তীর্ণ মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির অন্তর্ভুক্ত নতুন সদস্যদের প্রীতি সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২ টার দিকে জেলা আইনজীবী সমিতির হলরুমে অ্যাডভোকেট মো. হান্নান জুয়েলের ব্যাক্তিগত আয়োজনে সমিতির ১৪ জন নতুন সদস্যকে প্রীতি সংবর্ধনা দেওয়া হয়েছে।

আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. তোতা মিয়ার সভাপতিত্বে ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট সুমন সরদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন খান স্বপন, অ্যাডভোকেট এমারত হোসেন, অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম মানিক, অ্যাডভোকেট সেন্টু চন্দ্র দাস, অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর ঢালী, আইনজীবী সমিতির সদস্য ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, অ্যাডভোকেট শাহীন মিজি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাসিম আখতার সুমন, অ্যাডভোকেট মো. নূর হোসেন, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট আরফান সরকার। অ্যাডভোকেট পারভেজ আলম, অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন, অ্যাডভোকেট শামীম বেপারী প্রমূখ।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১