রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা খেলাধুলা

সিরাজদিখানে জুলাই- আগস্ট শহীদের স্মরনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।


প্রকাশের সময় :২০ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৪ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সমতা যুব কল্যাণ সংঘ ও যুবসমাজের আয়োজনে জুলাই- আগস্ট শহীদদের স্মরনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার বিকাল ৩ টায় সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোতাহার হোসেন
জুলাই- আগস্ট শহীদের স্মরনে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা খান ব্রাদার্স বনাম নিমতলা একতা ফুটবল ক্লাব

সমতা যুব সংঘের সভাপতি, কামরুল দেওয়ানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ সভাপতি, মোতাহার হোসেন,
যুবদল নেতা রনি খান ও খেলা কমিটির সাদস্য সাফাত হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির ১নং যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান,জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক, আমজাদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও সমাতা যুব সংঘের সাবেক সভাপতি মহি বেপারী,রশুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাউসার হামিদ টিটু সহ উপজেলার রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
খেলায় ১-০ গোলে বিজয়ী হয় নিমতলা একতা ফুটবল ক্লাব, ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় সজল নিমতা এবং ম্যন অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় সাব্বির।
এসময় নিমতলা একতা ফুটবল ক্লাবের অধিনায়কের হাতে বিজয়ী উপহার হিসেবে নগদ ১০,০০০ টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোতাহার হোসেন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১