মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তিকল্পে নবনিযুক্ত সরকারি কৌঁসুলিদের সাথে বিচারকদের মত বিনিময় সভা করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সভাকক্ষে এ মত বিনিময় করা হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন, সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট মো. তোতা মিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, সহকারী কৌশলী (এজিপি) অ্যাডভোকেট পারভেজ আলম, অ্যাডভোকেট তানজিল রশিদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট নাছিম আখতার সুমন, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান তুহিন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরফান সরকার, অ্যাডভোকেট নুর হোসাইন, অ্যাডভোকেট আরিফ আহম্মেদ, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহসিনা হোসেন তুষি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইকবাল হোসেন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মমিনুল হক চৌধুরী, অ্যাডভোকেট সুলতানা তাহমিনা আমিন ভুইয়া, অ্যাডভোকেট ফাতেমা আক্তার লাকি, অ্যাডভোকেট সাইফুল বিন আলী, অ্যাডভোকেট আঁখি আক্তার। এসময় বক্তারা আদালতে আসা বিচার প্রার্থীদের উদ্দেশ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মামলা দ্রুত নিস্পত্তির লক্ষ্যে আলোচনা করেন।