রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা উপজেলার খবর

খুন হওয়া নীরবের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন গোলাম সারোয়ার কবির


প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৩৪ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ

 

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদে খুন হওয়া এসএসসি পরীক্ষার্থী নিরবের পরিবারের খোঁজ খবর নিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির।

 

গতকাল মঙ্গলবার বিকাল ৪:০০ টায় ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের নিরবের বসতবাড়িতে গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি।

 

এ সময় গোলাম সারোয়ার কবির শোকাহত পরিবারকে সান্তনা দেন এবং এই কিশোরগ্যাং নিয়ন্ত্রণ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে নিরবের পরিবারের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন তিনি।
এবং এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়নি,এ ঘটনার সাথে জড়িত সকলকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এদের এমন কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করতে হবে যেন, ভবিষ্যতে এ ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি না হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, সামাদ মেম্বার, আইয়ুব আলী মেম্বার, সেলিম মেম্বার, তাঁতী লীগের জেলা সহ সভাপতি, সালাউদ্দিন মোড়ল,শ্রীনগর কলেজ ছাত্রলীগের সভাপতি, জহিরুল ইসলাম লিমন।শাহাদাৎ হোসেন পলাশ,সাদ্দাম হোসেন নিরব,শ্রীনগর উপজেলা ওলামা লীগের সভাপতি, আলী নুর শেখ,নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য একটি বর্গ।

 


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১