রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে গ্যারেজের তালা ভেঙে মিশুক গাড়ি চুরি


প্রকাশের সময় :১৪ মার্চ, ২০২৪ ৫:৫০ : অপরাহ্ণ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গ্যারেজের তালা ভেঙে মিশুক গাড়ি চুরি সংগঠিত হয়েছে।

গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি গ্রামের মো. হালিম খানের বাড়ির গ্যারেজ থেকে তার নতুন মিশুক গাড়িটি চুরি করে নিয়ে যায় চোরেরা।এ বিষয়ে সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার মিশুক গাড়িটি ১ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে কিনে বাড়িতে নিয়ে আসে মো. হালিম খান। পরে বুধবার তার বসত বাড়ীর গ্যারেজে মিশুকটি চার্জে লাগিয়ে ঘুমাতে যায় হালিম। সেই রাতে হালিম খান সেহরী খাওয়ার জন্য ঘুম থেকে উঠে গ্যারেজে গিয়ে দেখে মিশুক গাড়িটি নেই।তখন স্থানীয় লোকজনদের নিয়ে খোজাখুজি শুরু করে।
ভুক্তভোগী মো.হালিম খান বলেন,দীর্ঘদিন আমি প্রবাসে ছিলাম, অসুস্থতার কারণে দেশে চলে আসি, কোন কাজকর্ম না পেয়ে আমি এই মিশুক গাড়িটি গত মঙ্গলবার কিনে এনেছি।কিন্তু সেই গাড়িটি আজ চুরি হয়ে গেলো।এই মিশুক গাড়িটি আমি ঋণ করে কিনেছি। এই গাড়িটি যদি এখন না পাই, তবে আমার সংসার চালাতে হিমশিম খেতে হবে। এছাড়া আমি যাদের থেকে ঋণ নিয়েছি তাদেরকেও ঋণ পরিশোধ করতে কষ্ট হবে।তাই পুলিশ প্রশাসনের কাছে দাবি তারা যেন অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আমার গাড়িটি উদ্ধার করে দেয়।

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, মিশুক গাড়িটি উদ্ধারে কাজ চলছে,আশা করি শীঘ্রই উদ্ধার হবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১