মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে আগ্নেয়াস্ত্রসহ বিকাশ গ্রুপ নামে একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বাঘড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ওয়ান শুটারগানসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাহাত তালুকদার,বায়েজিদ হোসেন ও তরিকুল ইসলাম।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুমউদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। অস্ত্র আইনে অপরাধীদের বিরুদ্ধে মামলা হয়েছে।