সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

শ্রীনগরে গুলিবিদ্ধ তরুণীর প্রেমিক অস্ত্রসহ আটক


প্রকাশের সময় :২ ডিসেম্বর, ২০২৪ ৩:২৩ : অপরাহ্ণ

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে নারীকে গুলি করে হত্যার আলোচিত ঘটনায় কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) ভোরে বরিশালের এক অভিযানে তাকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ পুলিশ।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তৌহিদ শেখ তন্ময়ের কাছ থেকে ঘটনায় জড়িত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তন্ময় ঢাকার ওয়ারী এলাকার মৃত শফিক শাহের ছেলে।

এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

উল্লেখ্য,গত শনিবার ৩০ ডিসেম্বর সকালে ঢাকা-মাওয়া সড়কের দোগাছি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে শাহেদা নামের এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এবং ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

পরে ওই নারীর মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। নিহত শাহেদা (২২) ময়মনসিংহ কোতোয়ালি থানার মৃত মোতালেব হোসেনের মেয়ে। তিনি ঢাকায় ওয়ারী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন ও গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

ঘটনার পরদিন রোববার নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১