রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, বিকল্প পথে চলার অনুরোধ


প্রকাশের সময় :২১ ডিসেম্বর, ২০২৪ ১১:৫৫ : পূর্বাহ্ণ

গাজীপুর  প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সড়ক ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।এদিকে এ ঘটনায় ওই সড়ক দিয়ে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আবদুল্লাহপুর-টঙ্গী (তুরাগ নদীর উপর) বেইলি ব্রিজটি নড়বরে ছিল।

আজ ভোরে পাথরবাহী ড্রাম ট্রাক যাওয়ার সময় ব্রিজটি ভেঙে নদীতে পড়ে। ড্রাম ট্রাকটি এখনো তুরাগ নদে পড়ে রয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ও মিডিয়া বিভাগ জানিয়েছেন, ভোরে টঙ্গীর বেইলি ব্রিজটি ভেঙে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এ সড়ক ব্যবহারকারী সকলকে বিকল্প হিসেবে কামারপাড়া মুন্নুগেট সড়ক ব্যবহার করতে বলা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, ভোরে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।

এ বিষয়ে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শরিফুল আলম জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। এ কারণে ব্রিজটি দিয়ে যান চলাচল বন্ধ রাখার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছিল। আমরাও বাঁশ দিয়ে আটকে দিয়েছিলাম। তারপরেও নিষেধ অমান্য করে ভারী যানবাহন চলায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, আমরা ব্রিজ তোলার চেষ্টা করব। পাশে একটি বেইলি ব্রিজ আছে, পড়ে যাওয়া ব্রিজটি তুলার জন্য ফ্লাইওভারের নিচে ক্রেন বসানো যাবে কি না সব কিছু দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১