রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে আওয়ামীলীগ কর্মী দিয়ে কমিটি, প্রতিবাদ করায় অতর্কিত হামলা


প্রকাশের সময় :৩ সেপ্টেম্বর, ২০২৪ ৬:১৩ : অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 8; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 39;

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জৈনসার ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটিতে আওয়ামী লীগের সক্রিয় কর্মী কে টাকা খেয়ে সাধারণ সম্পাদক বানানোর অভিযোগ উঠেছে জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজিম উদ্দীন এর বিরুদ্ধে।
এবিষয়ে সিরাজদিখান থানা বিএনপির ছাত্র বিষয় সম্পাদক তৌহিদ উজ্জামান টিটু প্রতিবাদ করলে শেখ নাজিম উদ্দীন ও তার দলবল নিয়ে কাঠাতলী বটতলা তেমুনি বিএনপির কার্যালয়ের সামনে তৌহিদ উজ্জামানের উপর অতর্কিত হামলা করে।সঙ্ঘবদ্ধ হামলায় সরাসরি জড়িতরা হলেন ১/শেখ নাজিম উদ্দীন পিতা- সন্তোষ মাদবর ২/সোহেল শেখ পিতা- শেখনাজিম উদ্দীন ৩/ইকবাল হোসেন পিতা মৃত – কুব্বত আলী মেম্বার ৪/তাহের শেখ পিতা মৃত- ওকাল উদ্দিন শেখ৫/ইব্রাহিম বাবু
পিতা-জব্বর মৃধা। এই হামলায় তৌহিদ উজ্জামান টিটু সহ ১০-১৫ জন আহত হয়।
প্রসঙ্গতঃ তৌহিদ উজ্জামান টিটুর শারীরিক ভাবে অসুস্থ তার মাথায় ২০১৩ সালের একটি মেজর অপারেশন হয়েছিল যা শেখ নাজিম উদ্দীন অবগত রয়েছেন তাই উদ্দেশ্য মূলক ভাবেই নাজিম উদ্দীন হত্যার উদ্দেশ্য তৌহিদ উজ্জামান কে মাথায় আঘাত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ১০-১৫ দিন ধরে শেখ নাজিম উদ্দীন তার এই সন্ত্রাসী কার্যকলাপ ছালিয়ে আসতেছে,জমিদখল থেকে শুরু করে সবধরনের অপকর্ম করছে শেখ নাজিম উদ্দীন।
জানাযায় গত ৩০/০৮/২০২৪ শুক্রবার ভাটিমভোগ বাজারের সাবেক মেম্বার তোফাজ্জল হোসেনের দোকান জোর করে দখল করে বাদা দিতে গেলে শেখ নাজিম উদ্দীন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তোফাজ্জল হোসেনকে রক্তাক্ত জখম করে, আহত তোফাজ্জল হোসেন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, সুস্থ হয়ে এসে এবিষয়ে মামলা করবেন বলে জানিয়েছেন তিনি এবং এই ঘটনার ঠিক ২ দিন পর গত ০১/০৯/২০২৪ রবিবার শেখ নাজিম উদ্দীনের আরো একটি অনৈতিক কাজে বাদা দেয়ায় সিরাজদিখান থানা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ আমিন কে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে, আহত শেখ আমি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় রয়েছেন।
এবিষয়ে সিরাজদিখান থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তৌহিদ উজ্জামান টিটুর স্ত্রী বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ওসি তদন্ত মোক্তার হোসেন বলেন,এই ঘটনায় ভুক্তভোগীর বউ, মোসাঃ সানোয়ারা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন,আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১