সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা ছাত্রদলের নতুন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলার নিমতলাতে ছাত্রদলের নতুন কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে এই আনন্দ মিছিল বের করা হয়।নতুন কমিটি পেয়ে ছাত্রদলের নেতা-কর্মিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয় ও মিষ্টি বিতরণ করেন।
গত ১৪জুন বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল এর স্বাক্ষরিত সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসের রকি, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ও মাহাবুব তালকদার ইমনকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যের একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
মিছিলটির নেতৃত্ব দেন সদ্য ঘোষিত কমিটির সভাপতি সাফকাত হোসেন রকি,সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান,সিনিয়র সহ-সভাপতি ইমরান সাজু,যুগ্ম-সম্পাদক শাহরিয়ার রহমান শুভ,মাহমুদুল হাসান অনি সাংগঠনিক সম্পাদক মাহাবুব তালুকদার ইমন,সহ-সাংগঠনিক সম্পাদক তাসকিন আপন সাদ্দাম,ছাত্রনেতা সিফাত,জাহিদ,আরাফাত,ইমন,অন্তু,সোহান,সিফাত,আসিব,জিহান,আবিদ,আল ইসলাম,মামুন,জাহিদ,সায়েম প্রমুখ।
এ সময় নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের অভিভাবক তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমান এবং সিরাজদিখান উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ মোঃ আব্দুল্লাহ ও সদস্য সচিব এম হায়দার আলী,ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সংশ্লীষ্ঠ সকলকে শুভেচ্ছা সহ অভিনন্দন জ্ঞাপন করেন।