সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

মুন্সীগঞ্জ আদালতে কোর্ট ফি ব্যতীত নগদ টাকার লেনদেন অবৈধ


প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০২৪ ৬:৫৬ : অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ আদালতে কোর্ট ফি ব্যতীত নগদ টাকার লেনদেন অবৈধ এমন লিখার উপর মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রতিটি তলায় ব্যানার দেখা গেছে। ব্যানারে লিখা হয়েছে আদালতের বিভিন্ন সেবার ফি শুধু কোর্ট ফি এর মাধ্যমে গ্রহণ করা হয়। এছাড়াও আরো লেখা হয়েছে আদালতের সেবা পেতে নগদ টাকার লেনদেন অবৈধ। অবৈধ লেনদেনসহ সেবা পেতে যেকোনো হয়রানির শিকার হলে ফোন করে অভিযোগ করুন। নেজারত শাখার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান’র সহযোগিতায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এই উদ্যোগ নেন। আদালতের এমন লিখা দেখে অনেকে খুশি হয়েছেন। এছাড়াও আদালতে আসা বিচারপ্রার্থীরা অনেকেই বলছেন যদি এ কাজ সফল হয় তাহলে আদালতে আর কোন দুর্নীতি হবেনা। আদালতে ঘুরে দেখা গেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সমস্ত তলায় বিভিন্ন স্থানে ব্যানার লাগানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জে নতুন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসার পর তিনি আদালতকে দুর্নীতি মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। দুর্নীতিমুক্ত করতে যতটুকু সম্ভব তিনি চেষ্টা করবেন বলে জানা গেছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নেজারত বিভাগের মো: আবু হানিফ বলেন, আমাদের নতুন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্যার আসার পর তিনি আদালত দুর্নীতি মুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি আদালতের বিভিন্ন স্থানে একটি করে ব্যানারের ব্যবস্থাও করেছেন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১