সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন অবশেষে পদত্যাগ করেছেন।
গত মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের বরাবর প্রধান শিক্ষকের পদ থেকে নাসির উদ্দিন এ পদত্যাগপত্র জমা দেন।
এর আগে গেলো টানা তিনি ধরে প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের পদত্যাগের ১ দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এছাড়া মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে যায়,পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের কাছে স্মারকলিপি দেন।
এদিকে গতকাল বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ে গিয়ে প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করেন এবং আন্দোলনকৃত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে যায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান ভূইয়া,ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়া।
এ বিষয়ে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন,এখন আমি কিছুই বলতে চাই না,কারণ আমি ছুটিতে আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, আমার কাছে কিছু শিক্ষার্থী ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র দিয়েছেন। এবিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষক এবং গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনকে অবহিত করি, পরে তিনি স্বেচ্ছায় তার পদত্যাগ পত্রটি আমার কাছে দাখিল করেন। তিনি যেহেতু সরকারি বিদ্যালয়ের শিক্ষক তাই পদত্যাগ পত্রটির বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ ও বিদ্যালয়ের সকল আর্থিক দায়-দায়িত্ব সহকারী প্রধান শিক্ষকের নিকট বুঝিয়ে দেওয়ার জন্য আমরা পদত্যাগ পত্রটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছি।