সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

বিরোধপূর্ণ লীজ সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ


প্রকাশের সময় :১৪ জুন, ২০২৩ ১০:৪১ : পূর্বাহ্ণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি লীজ সম্পত্তিতে পাকাস্থাপনাসহ পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে রজ্জব আলী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নির্মান করা হয়েছে এই পাকাস্থাপনা।

সরেজমিনে জানাযায়, ২৯/৪৯ দাগের সরকারী ক তফসিল ভূক্ত লীজের বাড়িটিতে একটি টিনসেড পাকা বারান্দা নির্মান কারা হয়েছে এবং একটি পাকা বাথরুম নির্মান কাজ অসমাপ্ত রয়েছে। এছাড়া সেখানে ভিটি পাকা করে একটি চৌচালা টিনের ঘর তোলা হয়েছে।

জানাযায়, কাজীরবাগ মৌজার ভিপি কেস নং-২৮২/৭৩ এর ৭৫/৮২ খতিয়ান ও ২৯/৪৯ দাগের ১৭শতাংশ বাড়ীটির লীজ গ্রহিতা আব্দুল হক খানের ছেলে মো. মোশারফ। মোশারফের লীজ কৃত জমিটি আলমগীরের ছেলে রজ্জব আলী দখল করে সেখানে পাকাকস্থাপনা ও ঘর তোলেন।

এবিষয়ে মোশারফ হোসেন খানের ছেলে হাফিজুর রহমান মিথুন খান বলেন, দীর্ঘদিন ধরে রজ্জব আলী আমাদের লীজ কৃত বাড়িটি অবৈধভাবে দখলের পায়তার করছিল। এবিষয়ে আমার বাবা মোশারফ হোসেন সিরাজদিখান থানা ও ভূমি অফিসে লিখিত অভিযোগও করেছিল। পরে আমার বাবা অসুস্থ হয়ে পরলে আমরা তাকে চিকিৎসার জন্য ঢাকায় চলে গলে। সেই সুযোগ কাজে লাগিয়ে রজ্জব আলী ও তার ভাই বোনেরা মিলে আমাদের লীজ কৃত বাড়িটিতে অবৈধভাবে দখল করে।পরবর্তীতে আমাদের বাড়ির জায়গাটি তাদের কাছ থেকে আমরা উদ্ধার করতে গেলে তারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এছাড়া বাড়িটির লীজের মেয়াদ শেষ হয়ে গেলে উপজেলা সহকারী কমিশানার ভূমির কার্যালয় থেকে আমাকে গত ২১ মার্চ ২০২১ইং তারিখে লীজ নবায়নের জন্য নোটিশ প্রদান করে। নোটিশ প্রাপ্তির পর গত ১২ এপ্রিল ২০২১ইং তারিখে আমি লীজ নবায়নের আবেদন করলেও এখন পর্যন্ত আমার লীজটি ভূমি অফিস থেকে নবায়ন দেয়নি।

অভিযুক্ত রজ্জব আলী বলেন, আমি ছাদ ঢালাই দেই নাই তাই এখানে অনুমতির দরকার নাই ছাদ ঢালাই দিলে অনুমতি নিতে হয়। বাড়িটি আপনার নামে লীজ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা তো লিজের আবেদন করেছি কিন্তু সেখানে অন্য একজন আপিল ইস্যু করাতে আমরা নবায়ন করতে পারি নাই।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজান বলেন, লিজের জায়গাতে কোনভাবেই কেউ স্থাপনা তৈরি
করতে পারে না। পুরো বিষয়টি তদন্ত করে
প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১