সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিক আপ ও প্রাইভেটকার সংঘর্সে নারী নিহত


প্রকাশের সময় :২৩ ডিসেম্বর, ২০২৪ ৫:১৩ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃস্টাফ রিপোর্টার

ঢাকা মাওয়া এক্রপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর উপরে পিক আপ এর ধাক্কায় প্রাইভেটকারে থাকা এক নারীর যাত্রীর মৃত্যূ হয়েছে।
একপ্রেসওয়ের ঢাকা মূখী লেনে সোমবার (২৩ ডিসেম্বর) ভোড় সাড়ে ৬টার দিকে একটি পিক আপ ভ্যান পিছন থেকে যাত্রীবাহী প্রাইভেটকারকে ধ্বাকা দিলে ওই নারী গুরতর আহত হয় । পরে তাকে উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতে নাম পান্না বনিক (৪০) তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর গ্রামের খোকন বনিক এর স্ত্রী।
এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আ: কাদের জ্বিলানী বলেন, সকালে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি পিক আপ ভ্যান পিছন হতে প্রাইভেটকারকে ধাক্কা দিলে প্রাইভেটকারে থাকা ওই নারী যাত্রী গুরতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপেস্নক্র হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মরদেহ হাসপাতালে রয়েছে। ঘাতক পিক আপ ভ্যান ও প্রাইভেটকার দুটোই পুলিশ হেফাজতে রয়েছে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১