বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

টঙ্গিবাড়ীতে কলেজ ছাত্রের উপর হামলার পর তার মাকে হুমকি, থানায় অভিযোগ


প্রকাশের সময় :২৮ মে, ২০২৩ ১০:২৫ : অপরাহ্ণ

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাট-বালিগাওঁ গ্রামে এক কলেজ ছাত্রের উপর হামলার ঘটনা ঘটেছে। আহত কলেজ ছাত্র শাহাদাত অনন্ত টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি রয়েছে।  হামলার ঘটনায় ওই কলেজ ছাত্রের মা নুরজাহান বেগম গ্রাম্য মাদবরদের কাছে বিচারের জন্য দৌড়ঝাপ করায় তাকেও  হুমকি দিচ্ছে হামলাকারীরা ।

এ ঘটনায় নুরজাহান বেগম বাদি হয়ে শনিবার গভির রাতে টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে। জানাগেছে, উপজেলার হাট-বালিগাওঁ গ্রামের বাচ্চু সরদারের ছেলে টঙ্গিবাড়ী বিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শাহাদাত অনন্ত (১৬) তার বাড়ি হতে উপজেলার বালিগাওঁ বাজার বড় মসজিদে এশার নামাজ পরতে যাওয়ার পথে গত ২২ এপ্রিল বালিগাঁও বাজারের ফলপট্টি ফারুক কাজির দোকানের পিছঁনে  তাকে মারধর করে একই গ্রামের  আলহাজ্জ কাজি (৪০), মাহিম (১৯),  সায়েম (২০) , ফারুক (৪২)  ও স্বপন মোল্লা (৫০)। এ সময় ওই কলেজ ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করে তারা। প্রথমে তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করা হয়। বর্তমানে আহত ওই কলেজ ছাত্র টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি রয়েছে।

মামলার বাদি নুরজাহান বেগম বলেন, আলহাজ¦ কাজি গংদের  সাথে আমাদের জমি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে । সেই শত্রুতার জের ধরে আমার ছেলে বালিগাওঁ বড় মসজিদে এশার নামাজ পরতে যাওয়ার সময় তার উপর হামলা করে ওরা।  আমার ছেলেকে কাঠের দাসা, লোহার রড দিয়া পিটাইয়া জখম করে আমার ছেলের বুকের হাড় ভেঙ্গে ফেলে। তাকে গলায় চাপ দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। আমরা তাকে প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই সে এখোন টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি আছে।

পরে এ ব্যাপারে বালিগাওঁ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক খান বিচারের দায়িত্ব নিলে হামলাকারীরা বিচার না মানায় আমি স্থাণীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গের কাছে বিচার চাওয়ায় আমার ছেলের উপর হমলাকারীরা গত ২৭ মে  বিকাল  ৫ টার দিকে আমি আমার নিজ বাড়ি হতে বের হয়ে আমার ছেলেকে দেখার জন্য টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে বালিগাওঁ বাজার এশিয়া ব্যাংকের পিছঁনে আমাকে একা পাইয়া আমি  আমার ছেলের বিষয় নিয়া  বেশি বাড়াবাড়ি করলে আমাকে  ও আমার ছেলেকে খুন  ফেলবে বলে ওরা হুমকি দেয়। পরে আমি রাতে থানায় অভিযোগ দায়ের করেছি।

এ ব্যপারে টঙ্গিবাড়ী থানা ওসি রাজিব খান বলেন, আভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১