সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি আইসক্রিম ও একটি বেকারী নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং অনুমোদন বিহীন রং, কেমিক্যাল ব্যবহার করে খাবার তৈরি করায় দুই প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রবিবার বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সিরাজদিখান বাজারে এ অভিজান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম। এসময় তিনি বলেন,রিজবী আইসক্রিম প্রতিষ্ঠানে মনিটরিং কালে দেখি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং অনুমোদন বিহীন রং, কেমিক্যাল, ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছে। এছাড়া তুলি বেকারীতে খাদ্য সামগ্রীর প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদ , উপদান, খুচরা মূল্য লিখা নেই। এর ফলে দুই প্রতিষ্ঠানকে ৬হাজার করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহালম মিয়া, সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) এ. টি. এম আক্তারউজ্জামান প্রমুখ।