সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন পুলিশ।
রোববার ২০মে সহকারী পুলিশ সুপার, (সিরাজদিখান সার্কেল) এর দিক নির্দেশনায় এসআই এসআই গোবিন্দ লাল দে, এসআই মোঃ ফকরুল হাসান ফারুক, এএসআই কামরুল হাসান সংগীয় ফোর্স সহ সিরাজদিখান থানাধীন শেখরনগর ইউনিয়নের তীর্থঘাট সংলগ্ন অভিযান পরিচালনা করিয়া ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, এবং মাদক বিক্রিত নগদ ১০,০০০/-(দশ হাজার) টাকা সহ এদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন কালাচান চন্দ্র দে (৪০), পিতা-মৃত সুধীর চন্দ্র দে ,স্থায়ী: গ্রাম-উত্তর হাটি (শেখরনগর) , শিমু আক্তার (৩৬), স্বামী/ গিয়াস উদ্দিন খান ,স্থায়ী: গ্রাম-তীর্থঘাট (শেখরনগর) , উভয় থানা- সিরাজদিখান, জেলা -মুন্সিগঞ্জ।
এবিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজগার হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়ের ১০ হাজার টাকা সহ মাদক কারবারী ১ নারী ১ পুরুষ কে গ্রেফতার করি।আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করেছি।