সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সদ্য প্রয়াত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য ও মিয়া ভাই খ্যাত চিত্র নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকাল ৫ টায় সিরাজদিখান বাজার সংলগ্ন সমবায় সুপার মার্কেটে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা তাতী লীগের সভাপতি শেখ রাসেল। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি জামাল হোসেন কাজী, সাংগঠনিক সম্পাদক বাদল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল শেখ, নাট্য সম্পাদক রমজান আলী বাবু, সাংস্কৃতিক সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সদস্য আসলাম বেপারীসহ আরো অনেকে ।