সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

টংঙ্গিবাড়ীতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :১৬ জুলাই, ২০২৪ ৪:০৬ : অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টংঙ্গিবাড়ীতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পেট্রিয়ট সোসাইটির আয়োজনে গত সোমবার বিকেল ৬টার দিকে উপজেলার বাঘিয়া বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পেট্রিয়ট সোসাইটির সভাপতি খাদেমুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংঙ্গিবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী। বাংলাদেশ পেট্রিয়ট সোসাইটির নির্বাহী পরিচালক হাবিব বেপারীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যশলং ইউপির চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, যশলং ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ সাদী, যশলং ইউপি সদস্য আমির হোসেন, পুরা ডি সি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.পারভেজ হুদা, হাজি আব্দুল গণি করিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইকবাল হোসাইন, টঙ্গীবাড়ী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো.আসলাম হোসেন, সেরাজাবাদ মাদরাসার শিক্ষক মুহাদ্দিছ মো.ইউনূস, বাঘিয়া বাজারের সভাপতি বিল্লাল মৃধাসহ বিভিন্ন শেণি পেশার মানুষ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে পুলিশের পক্ষে একা সম্ভব হবে না,তাই সুশীল সমাজের সকলের ঐক্য প্রচেষ্টায় সুন্দর একটি উপজেলা করা সম্ভব। তাই সবাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১