আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ’র সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।
প্রথমে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করা হয়।
ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন এর সঞ্চালনায়,উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, ভাইস চেয়ারম্যান মীর মোশাররফ হোসেন সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষার্থী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উদ্বোধনী খেলায় যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছেন জৈনসার ইউনিয়ন পরিষদ এবং অন্যটি হলো ইছাপুরা ইউনিয়ন পরিষদ খেলায় ট্রাইবেকারে ৪-৫ গোলে ইছাপুরা ইউনিয়ন কে পরাজিত করেন জৈনসার ইউনিয়ন পরিষদ।এই খেলায় ধারাবাহিক ভাবে ১৪ টি ইউনিয়ন পরিষদের অনুর্ধ্ব ১৭ বালক এবং বালিকা অংশগ্রহণ করবেন।