স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিকের উপর আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু’র হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
২২জুন শনিবার বেলা সাড়ে ১১টায় শ্রীনগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন,
সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের আনোয়ার হোসেন।
বক্তারা বলেন হামলার ৪দিন অতিবাহিত হলেও হামলা কারিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে,আমরা এর নিন্দা জানাই,সাংবাদিক দের অধিকার আদায়ে আমরা ঐক্য বদ্ধ হয়ে কাজ করবো,যে পর্যন্ত আমরা এর সঠিক বিচার না পাব আমরা আমাদের কর্মসূচি চালিয়ে জাব।