সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা শিক্ষা

রশুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হলেন এ্যাডভোকেট আবু সাঈদ!


প্রকাশের সময় :১৩ জুন, ২০২৪ ৫:২৫ : অপরাহ্ণ
সিরাজদিখান প্রতিনিধিঃ 
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে বিণা প্রতিদ্বন্দ্বিতায় রশুনিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাইদ সভাপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার  দুপুরে  সর্ব সম্মতিক্রমে তাকে আনুষ্ঠানিক ভাবে  রশুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে গত মঙ্গলবার বিদ্যালয়টির  অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়।
এতে বিদ্যালয়ের সাধারণ পুরুষ অভিভাবক সদস্য নির্বাচিত হন, মোঃ রাকিব খান, মোঃ সোহেল রানা, আসলাম খান ও  মনির হোসাইন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হন মারিয়া আক্তার। এদিকে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রশুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ নানা মাধ্যমে বন্ধু বান্ধব আত্নীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশাে মানুষ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১