মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ হারলেন আরব আলী


প্রকাশের সময় :২১ জুন, ২০২৩ ১:৪২ : পূর্বাহ্ণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে ৭০ বছরের বৃদ্ধ আরব আলী মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল সকাল ৮ টায় উপজেলার লতব্দী ইউনিয়েনর পুরান ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায় নিহত আরব আলী পুরান ভাষানচর এলাকার মৃত নওয়াব আলীর পুত্র।

একই গ্রামের  মৃত বিল্লত আলীর দুই পুত্র হক মিয়া(৬০) ও মো.কাদের আলী (৬৫)দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের কারণে মারামারি হয়,এ সময় প্রতিবেশী আরব আলী থামাতে গেলে তার ঘাড়ে লাঠির আঘাত লাগে, এবং মাটিতে ঢলে পড়ে।
পরে স্থানীয় জনগন তাকে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক ঘটনার সত্যতা শিকার করে বলেন, হক মিয়া ও মো: কাদের আলীর মধ্যে মারামারির ঘটনা ঘটে তখন মৃত আরব আলী তাদের থামাতে গিয়ে নিজেই আঘাতে পেয়ে মারা যায়,এই ঘটনায় মৃত আরব আলীর পরিবার বাদী হয়ে থানায় মামলা করেছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১