সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান
উপজেলায় প্রবাসীর স্ত্রীর লিপি আক্তার (৩৫) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন ও নিহত লিপি আক্তারের পরিবারের সদস্যরা।
শনিবার বিকাল ৪ টায় উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর চৌরাস্তায় উত্তর মালপদিয়া মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জানাযায়, গত মঙ্গলবার (৬ নভেম্বর) রাত ৮ টার দিকে মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালপদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আওলাদ হোসেনের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়।
এ ঘটনায় নিহত লিপি আক্তারের ভাই সুমন শেখ বাদী হয়ে ৫ জনের নামে ও তিন জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন মামলা নং ৪। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে কারাগারে পাঠায়।
বাকি আসামিদের গ্রেপ্তার ও প্রকৃত খুনের ঘটনা উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ ফাঁসির দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
আধাঘন্টা ব্যপী চলা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় ৩ শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনের বক্তব্য রাখেন নিহত নারী লিপি আক্তাররে পিতা নূরু শেখ, মাতা জাহানারা বেগম,
ভাই সুমন শেখ (মাললার বাদী)
ভাই মাসুম শেখ, উত্তর মালপদিয়া জামে মসজিদের সিনিয়র সহসভাপতি মিন্টু মিয়া, সহ সভাপতি বাবুল শেখ, কোষাধ্যক্ষ আনোয়ার সরদার, সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, রহিম ছৈয়াল, স্কুল শিক্ষক কামরুল ইসলাম, বাবুল দেওয়ান, লালচাঁন ছৈয়াল, উত্তর মালপদিয়া মানব কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মো. রতন দেওয়ান, দপ্তর সম্পাদক মো. রিয়াজ, সহ দপ্তর সম্পাদক মো. আকাশ, সহ কোষাধ্যক্ষ মো. নয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শরীফ, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. শামীম, গোলাম রাব্বি প্রমুখ।
নিহত লিপি আক্তারের পিতা নূরু শেখ ও মা জাহানারা বেগম বলেন, আমার একমাত্র মেয়ে এ ঘটনায় আমরা বাকরুদ্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েছি। আমাদের ছোট ছোট তিনটা নাতিনাতনি। ঘাতকের ছোবলে তছনছ হয়ে গেছে আমার মেয়ের সংসার। আমরা হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসি চাই।