মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ জামাল উদ্দিনসহ ওই বিদ্যালয়ের শিক্ষক আলমগীর ও দাদনের পদত্যাগ ও অপর শিক্ষক আঃ হালিমের বহিস্কারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
শনিবার ( ১৭ আগষ্ট) সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ওই বিদ্যালয়ের সামনে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন শেষে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয় ক্যাম্পাস পদক্ষিন করে পূনরায় এক্সপ্রেসওয়েতে এসে মিছিল শেষ করে। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ গ্রহণ করে। মানববন্ধনে বক্তরা ওই তিন শিক্ষকের পদত্যাগ এক শিক্ষকের বহিস্কারসহ ১১ দফা দাবী উপস্থাপন করেন। এ সময় মানববন্ধনকারীরা প্রধান শিক্ষক অধ্যক্ষসহ অভিযুক্ত শিক্ষকদের বিভিন্ন দূর্নীতি ও অণিয়মের চিত্র তুলে ধরে তাদের বিদ্যালয় হতে পদত্যাগের দাবী জানান।
মানববন্ধনে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এডভোকেট মোঃ দেলোয়ার খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নাসির খান, উইলস লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রিন্সিপাল আঃ মতিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট মোঃ সোহেল হোসেন, মনির হোসেন, মাহফুজুর রহমান, শান্ত খান, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক মোহন মোড়ল, হাসাড়া ইউনিয়ন ৫নং ইউপি সদস্য নুর ইসলাম, অভিবাবক ডাঃ খোরশেদ আলম, রওশন আরা, আবুল শেখ, ওই বিদ্যালয়ের শিক্ষক ফাহিমা আক্তার প্রমূখ।
উল্লেখ্য হাসাড়া কালি কিশোর উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজটি ১৮৭৯ সালে প্রতিষ্ঠিত মুন্সীগঞ্জ জেলার সবচেয়ে পুরানো উচ্চ বিদ্যালয়। যাহা সুনামের সহিত দির্ঘদিন যাবৎ পাঠদান দিয়ে আসছিল। কিন্তু ২০১৮ সালে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক/ অধ্যক্ষ হিসাবে মোঃ জামাল উদ্দিন এর যোগদানের পর হতেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূণীতির অভিযোগ উঠে। তার যোগদানের পরে বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে ২/৩টি গ্রুপ সৃষ্টি হয়। তিনি নানান অযুহাতে অতিরিক্ত বিল-ভাউচার, ভূয়া বিল, ভূয়া ভাউচার দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। অর্থ আত্নসাৎ প্রমানিত হওয়ার পর বিগত কমিটি তাহার বেতন কমিয়ে দেয় এবং তিনি লিখিতভাবে অনিয়মের কারনে স্কুল কমিটির কাছে ক্ষমা প্রার্থনা করেন। গত ১৮ মার্চ ২০২৪ইং তারিখে বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য এবং স্থানীয় সাংবাদিক মোঃ আল-আমিন শেখ জেলা প্রশাসক মুন্সীগঞ্জ এর কার্যালয়ে অধ্যক্ষ জামাল উদ্দিনের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া ২৩ জানুয়ারী ২০২৪ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে উক্ত জামাল উদ্দিনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও তিনি স্ব-পদে বহাল রয়েছেন। মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ,এলাকাবাসী ও সুশীল সমাজ তাকে ও তার সহযোগী ৩ শিক্ষকের অপকর্মের জন্য চাকুরি থেকে অব্যাহতি এবং আত্নসাৎকৃত সমস্ত অর্থ ফেরতসহ তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।