সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

টঙ্গীবাড়িতে ৫৮৭০ পিস ইয়াবাসহ দুই নরী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছেন র‍্যাব-১০


প্রকাশের সময় :৩ জুলাই, ২০২৪ ১২:৪৮ : পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৮৭০ পিস ইয়াবাসহ দুই জন নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছেন ‌‌র‍্যাব-১০।

গত ৩০ জুন ২০২৪ তারিখ বিকাল আনুমানিক ৫:৫০ মিনিটের দিকে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আনুমানিক ১৭,৬১,০০০/- (সতের লক্ষ একষট্টি হাজার) টাকা মূল্যমানের ৫৮৭০ (পাঁচ হাজার আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মনি আক্তার (২১), পিতা-রহমত আলী, সাং-কালিকৃষ্ণ নগর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা ও ২। নাসিমা আক্তার (২৬), পিতা-দেলোয়ার হোসেন, সাং-আঠারোগাছিয়া, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১