সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

আড়াইহাজার থানা পুলিশের উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :২৮ এপ্রিল, ২০২৪ ১১:১৩ : অপরাহ্ণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা পুলিশের আয়োজনে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৮ এপ্রিল দুপুর ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে
অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ এর সভাপতিত্বে এ উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা” অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সোহান সরকার, পিপিএম।

মাহমুদপুর ইউনিয়ন বিট অফিসার এসআই মোহাম্মদ ইমরান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(‘সি’ সার্কেল), নারায়ণগঞ্জ হাবিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ সহ ইউপি সদস্যগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় চেয়ারম্যান সহ স্থানীয়রা তাদের ইউনিয়নের সমস্যার কথা তুলে ধরেন এবং চুরি, ছিনতাই প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের টহল বাড়ানোর দাবি জানান। পুলিশের পক্ষ থেকে তাদের দাবি অনুযায়ী রাতের বেলা পুলিশ টহল বৃদ্ধি ও মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালন করা হবে বলে আশ্বস্ত করেন। স্থানীরা জানান পুলিশের এধরনের সভা-সমাবেশ পুলিশ ও জনসাধারণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির মানোন্নয়ন সহ অপরাধ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১