সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে ৮ শিক্ষার্থীর চুল কেটে নেয়ার ঘটনায় শিক্ষিকা সাময়িক বরখাস্ত


প্রকাশের সময় :২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:২১ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজেন সপ্তম শ্রেণির ৮জন শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা রুনিয়া সরকারকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের বিষয়ে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

জানাযায়, বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ৮ জন শিক্ষার্থী হিজাব না পড়ায় বুধবার উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা
রুনিয়া সরকার ক্ষিপ্ত হয়ে তাদের চুল কেটে নেয়।
এবিষয়ে পরিচালনা পরিষদের জরুরী সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান ভূঁইয়া কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, আমাদের মেয়েদের সাথে যে ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মতে আমরা শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ও সদস্য সহ সবার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করেছি। সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একটি জরুরী সভায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ওগঠন করা হয়েছে।

আব্দুর রহমান স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনয়ার গোলাম মাহমুদ বলেন,বিষয়টি খুবই দুঃখজনক, তদন্ত কমিটি হয়েছে, জড়িত শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১