সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখান উপজেলা প্রশাসনের সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়


প্রকাশের সময় :২৬ ডিসেম্বর, ২০২৩ ১১:৩০ : অপরাহ্ণ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

সিরাজদিখান উপজেলা প্রশাসনের সাথে রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়।

এতে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেয়।

সভায় সিরাজদিখান উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের নেয়া বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিন, সহ-সভাপতি জাবেদুর রহমান জুবায়ের, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাজমুল মোল্লা, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাদ নাদভী, দপ্তর সম্পাদক আনিসুর রহমান রুবেল, প্রচার সম্পাদক আমির হোসেন ঢালী, সাহিত্য ও লাইব্রেরী সম্পাদক আব্দুল আউয়াল আশিক, ক্রীড়া সম্পাদক এম ডানিয়াল রেজা আশরাফ, কার্যনির্বাহী সদস্য জমিরুল হক, সদস্য প্রাণতোষ দেবনাথ, আলী আহাম্মদ চৌধুরী, নাদিম হায়দার, বিশ্বজিৎ সরকার, সোভন সারোয়ার, রুবেল বেপারী, তানিয়া ইসলাম প্রিয়া, মো: লিপু প্রমুখ।

এ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ সাংবাদিকতার সত্য ন্যায় কাজের জন্য সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন। উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের কাছ থেকে জানতে চান এবং সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন।

মতবিনিময় সভায় রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বক্তারা বক্তব্য বলেন, আমরা সবসময় সমাজের বাস্তব চিত্র তুলে ধরে সঠিক বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরি এবং ভবিষ্যতেও ধরতে চাই, সাংবাদিকদের কাজ হলো সমাজের অন্যায়কে অন্যায় বলা ন্যায়কে ন্যায় বলা, তাই আমাদের সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১