সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় নুর মোহাম্মদ নামে এক ব্যাক্তি আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা এলাকায় ঘটে এই ঘটনা। এ বিষয়ে সিরাজদিখান থানায় নুর মোহাম্মদ একটি লিখিত অভিযোগ করে।
অভিযোগ সূত্রে জানাযায়, সিরাজদিখান উপজেলার ইছাপুরা মৌজার ৪২নং খতিয়ানের আরএস ২৫৬দাগের ৩৮ শতাংশ জমিতে নুর মোহাম্মদ ধান রোপণ করে। রোপন কৃত ধান কেটে নিয়ে যাওয়ার পর একই জমিতে জোরপূর্বক ভাবে মাজিদ ঢালী গং সরিষা রোপন করে। জোরপূর্বক সরিষা রোপণে বাধা প্রদান করতে গেলে দেলোয়ার (৫৫), মাজিদ ঢালী (৫০), শাহানুর (৪৫), সহ আরো ২/৩ জন্য মিলে নুর মোহাম্মদকে বেধড়ক মারধর করে আহত করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ও পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে পাল্টাপাল্টি দুটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।