আনিছুর রহমান রুবেল: মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ২জন নিহত ও ৫জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল ৭.৩০ মিনিটের দিকে শ্রীনগরের কেওয়াটখালী এলাকায় দোলা পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা সাথে ধাক্কা লাগে এবং এতে ৭জন যাত্রী আহত হয়।
আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ২জনকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ খবর দিলে, ইনচার্জ মাহফুজ তার টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আহত ৭জন যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন এবং আহত ৫জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, পুলিশ বাসটি আটক করেছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।