মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

টঙ্গীবাড়ীতে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার ।


প্রকাশের সময় :২০ অক্টোবর, ২০২৩ ১২:০২ : অপরাহ্ণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দশত্ত্বর গ্রামের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী লিটন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে গাজীপুর মেট্টোপলিটনের গাছা এলাকা হতে লিটন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

দশত্তর গ্রামের ইদ্রিস আলী হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৪০)।

আজ শুক্রবার (২০ অক্টোবর ) তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হবে বলে টঙ্গীবাড়ি থানা পুলিশ সুত্রে যানাজায়।

টঙ্গীবাড়ী থানা এস আই আল মামুন বলেন ,২০০৮ সালে লিটন তার নিজ গ্রামের এক গৃহিণীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে লিটন দেশ ছেড়ে মালয়শিয়া চলে যান। মালয়েশিয়ায় ৭-৮ বছর অবস্থান করে সে দেশে ফিরে বাড়িতে না পৌঁছে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

এলাকার লোকজন এবং তার আত্মীয়-স্বজনরা সবসময় বলে বেড়াতো লিটন এখনো মালয়েশিয়া অবস্থান করছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাজীপুরের গাছা এলাকা হতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গ্রেফতার করা হয়েছে্ তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

এই বিষয়ে জানতে চাইলে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান বলেন , যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গাজীপুর হতে গ্রেফতার করে থানায় আনা হয়েছে তাকে দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১