সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

মুন্সীগঞ্জে ওয়াকফাকৃত মাদ্রাসার জমি দখল কে কেন্দ্র করে মানববন্ধন


প্রকাশের সময় :১৪ মে, ২০২৩ ৩:৫১ : অপরাহ্ণ
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
 
মুন্সীগঞ্জে অবৈধভাবে দখলকৃত ওয়াকফাকৃত জমি ফিরে পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে  গ্রামবাসী ও মাদ্রাসা শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী জেলার সিরাজদিখান উপজেলার বালুরচর বাজার এলাকার তা’লীমুল কুরআন সবর কওমী মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং-এর সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছাড়াও   বালুরচর ইউনিয়নের সর্বস্তরের নারী-পুরুষ  উপস্থিত ছিলেন।
মানববন্ধনকারীরা জানান,তা’লীমুল কুরআন সবর কওমী মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং-এর ওয়াকফাকৃত ৬ শতাংশ জমি  কুয়েত প্রবাসী রবিউল্লাহর প্রভাবশালি স্ত্রী রোকসানা বেগম তার দুই ছেলে শাওয়ন ও হৃদয় হাসান অবৈধভাবে দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করছে। নির্মাণ কাজে বাঁধা দিলেও তারা কোনরুপ কর্ণপাত করছেনা। এতে করে ওয়াকফাকৃত জমিটি চলে যাচ্ছে প্রভাবশালিদের দখলে। তাই অনতিবিলম্ভে জমিটি উদ্ধার করে মাদ্রাসা ও এতিমখানায় বুঝিয়ে দেয়ার দাবী তাদের।
মাদ্রাসা ও এতিখানার অধ্যক্ষ ওমর ইব্রাহিম বলেন,স্থানীয় মৃত হাকিম আলী মুন্সির স্ত্রী  শুক্কুরজান বিবি   গত ২৮  বছর পূর্বে দখলকৃত জমিটি ওয়াকফা করেদেন। সেই জমির মালিকানা দাবীকরে কুয়েত প্রবাসী রবিউল্লাহ স্ত্রী রোকসানা বেগম তার দুই ছেলে শাওয়ন ও হৃদয় হাসান জোরকরে মাদ্রাসা ও এতিমখানার ওয়াকফাকৃত জমিটি দখলে করে মার্কেট নির্মাণ করছেন। মার্কেট নির্মাণে তাদের বাঁধা দিলেও তারা তা আমলে নিচ্ছেনা। এছাড়াও জমিটি দখল মুক্তকরতে প্রশাসনের ধারে ধারে ঘুরেও কোন প্রতিকার পাচ্ছিনা।
অভিযুক্ত দখলবাজ হৃদয় হাসান জানান পার্শ্ববর্তী ঈদগা মাঠে আমাদের সাড়ে ৬ শতাংশ জমি রয়েছে সেই জমির পরিবর্তে আমাদের মাদ্রাসার সামনের ৪ শতাংশ জমি লিখে দিয়েছেন ঈদগা মাঠের সভাপতি আমজাদ ডাক্তার তাই  আমরা সেখানে স্থাপনা নির্মাণ করছে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১