সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই


প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০২৪ ৬:২৪ : অপরাহ্ণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মো.আলাউদ্দিন(৩৫) নামে এক অটোরিকশা চালকের রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহর পাশ থেকে একটি এক ফুট লম্বা ধারালো রক্তমাখা চাকু উদ্ধার করা হয়। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার ফুট ওভার সেতুর পশ্চিম পাশে তালুকদার পেট্রোল পাম্পের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলাউদ্দিন(৩৫) উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন বেপারীর ছেলে।
পুলিশ জানিয়েছে, অটোরিকশা চালক আলাউদ্দিন(৩৫) গত শুক্রবার এশার নামাজের পরে নিজ বাড়ি থেকে অটো চালানোর উদ্দেশ্যে বাহির হয়। পরে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পথচারী ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখে ৯৯৯ এ কল দিলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুলিশ ধারণা করছে গত শুক্রবার রাত ৮ থেকে পরেরদিন শনিবার সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় হত্যাকান্ড ঘটতে পারে।

নিহত আলাউদ্দিনের বড় ভাই আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে ব্যাটারি চালিত মিশুক গাড়ি নিয়ে বের হওয়ার পর থেকে কোন খোজ নাই,পরে শনিবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় এসে আমার ভায়ের লাশ দেখতে পাই। তিনি আরো বলেন, আমার ভাইয়ের কোন ধরনের শত্রু নাই, তবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইকারীরা আমার ভাইকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে। আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই এবং দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনানুক ব্যবস্থা প্রক্রিয়া দিন। তিনি আরো জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে আলাউদ্দিন অটোরিকশাচালক ছিলেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয়।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১