শ্রীনগর প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে ১৮ পিস ইয়াবা সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল হালিম টিপু ও তার সহযোগী স্বপনক নামে একজন কে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার পরে তাদেরকে উপজেলার জমজম টাওয়ার এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এএসআই আঃ আজিজ ওই এলাকার এক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চালানো হয়। এসময় টিপু ও স্বপন নামের দুইকে ব্যাক্তিকে জিজ্ঞাস করলে তারা অসংলগ্ন কথা বলতে থাকে। সন্দেহ ভাজন হওয়ায় তাদের তল্লাসী চালানো হলে টিপুর পকেট থেকে ৮পিস ও স্বপনের পকেট থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের কাছে থাকা ৮ ও ১০ পিস ইয়াবার বিষয়টি স্বীকার করছে।
শ্রীনগর থানার ওসি(তদন্ত) আজাদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়েছে। শ্রীনগর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।