মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে ইয়াবা গাজা ও ফেনসিডিল সহ চলমান ও নিষ্পত্তি ৩০৮ মামলার আলামত ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পাশে আলামত ধ্বংস করা হয়।
আদালতের মালখানার দায়িত্বগত বিচারক শহিদুল ইসলামের উপস্থিতিতে ৩০৮ মামলার মধ্যে ৮ কেজি ৯২৬ গ্রাম গাঁজা, ৮ হাজার ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫ পুড়িয়া হেরোইন, সাড়ে ১৬ লিটার চোলাই মদ, ৭১১ বোতল ফেন্সিডিল, ১৮৫ ক্যান বিয়ার, দুই বোতল বিদেশী মদ ধ্বংস করা হয়। এর মধ্যে দশটি নিষ্পত্তি মামলার ২ লাখ ৫০ হাজার ৪৩৫ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, মালখানার দায়িত্বরত পুলিশের এসআই ইসফাত আরা খানম প্রমুখ।
এ বিষয়ে পুলিশের এসআই ইসফাত আরা খানম জানান, আদালতের ৩০৬ টি নিষ্পত্তি ও দুইটি চলমান মামলার বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করা হয়েছে। এর মধ্যে দশটি নিষ্পত্তি মামলার ২ লাখ ৫০ হাজার ৪৩৫ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।