মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুষ্কৃতকারীরা। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুইজনকে আটক করলেও একজন পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের পোদ্দার বাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের গেটের সামনের রাস্তায়।
আটককৃত ফুরশাইল গ্রামের মো. আলমের ছেলে রিফাত (২১) জানায় মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের নির্দেশে তারা এ ঘটনা ঘটায়।
এ সময় সাথে ছিলো ফুরশাইল গ্রামের সিরাজুল বেপারীর ছেলে সমিত বেপারী (১৯) ও কাজীরবাগ গ্রামের জাকির হোসেনের ছেলে তুহিন (২০)।
সিরাজদিখান থানায় পুলিশ যোগ না দেওয়ায়
রাতেই সেনাবাহিনীর সাথে ইউপি সদস্য রা যোগাযোগ করে বিষয়টি অবগত করেন। গতকাল শনিবার বেলা ১১ টায় মালখানগর ইউনিয়ন পরিষদে সেনা সদস্যরা আসেন। কিন্তু আটককৃতরা রাতেই জিম্মাদারদের নিকট থেকে পালিয়ে যায়।
মালখানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, বিএনপির বদনাম করতে আওয়ামী লীগ নানা ভাবে পায়তারা করছে। আমরা মন্দির পাহাড়া দেই আর তারা গভীর রাতে ঘটনা ঘটাতে চেষ্টা করে।
স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. জামান বলেন, সেনাবাহিনী এসেছিলো, দুষ্কৃতকারীরা পালিয়েছে। আমরা সজাগ আছি যাতে করে আর কোন দুষ্কৃতকারী সন্ত্রাস নাশকতা করতে না পারে।
এ বিষয়ে মাসুদ খানের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নাই।