আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আল আমিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ডাকবাংলো মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। মাববন্ধন কর্মসূচিতে সাংবাদিক আল আমিনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সন্ত্রাসী হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবী জানান মানববন্ধন কারীরা।
এ সময় উপস্থিত ছিলেন,সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সহ সভাপতি শেখ মোঃ রতন,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রচার ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান জুয়েল, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল রানা, সাংবাদিক আসাদুজ্জামান নবিন, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির লস্কর, কোষাধক্ষ্য ফরহাদ হোসেন জনি, কার্যকরী সদস্য মান্নান সিদ্দিকী, সাংবাদিক আজাদ নাদভী, শহিদ শেখ পাখি, হাবিব হাসান, মোস্তাকিম আহমেদ আলিফসহ আরো অনেকেই।