সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে ভয় দেখিয়ে ১শত ১০মণ আলু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে আল আমীন মাঝি গংদের বিরুদ্ধে। বয়রাগাদী ইউনিয়নের দক্ষিন গোবরদী গ্রামের হাওলাদার বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে এঘটনা ঘটে।
এবিষয়ে ভুক্তভোগী উপজেলার বয়রাগাদী ইউনিয়নের দক্ষিন গোবরদী গ্রামের সুলতান মৃধার ছেলে মোঃ শাহালম মৃধা (৪৫) সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানাযায় গত ৭ মার্চ বিকাল ৪টার দিকে মোঃ শাহালম মৃধার পিতা-সুলতান মৃধার নিজ জমি হতে ৭৫ বস্তা আলু উত্তোলন করে কোল্ডস্টোরে রাখার উদ্দেশ্যে বয়রাগাদী ইউনিয়নের দক্ষিন গোবরদী গ্রামের হাওলাদার বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে ৭টি অটোগাড়ীতে রাখে। পূর্বশত্রুতার জের ধরে আল আমিন মাঝি (৪২), হালিম মাঝি (৫০), উভয় পিতা-মৃত খোকা মাঝি বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ হুমকি প্রদান করে উল্লেখিত আলু সমূহ ছিনিয়ে নিয়ে যায়।৭০ বস্তা অনুমান ১১০ মন,যাহার মুল্য অনুমান ১,২৫,০০০/-টাকা।
এবিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস আই মনোয়ার বলেন, আমি প্রাথমিকভাবে তদন্ত করে দেখেছি তাদের দুজনের মাঝে পাওনা টাকা নিয়ে ঝামেলা থাকায় বাদীরা স্বেচ্ছায় তাদেরকে আলু দিয়ে দিয়েছে। বিবাদীরা আলু কোল্ডস্টোরে রেখেছে।
স্বেচ্ছায় আলু দেওয়ার পর থানায় অভিযোগ কেন করলো এমন প্রশ্নের কোন সদউত্তর দিতে পারেনি তদন্তকারী কর্মকর্তা এসআই মনোয়ার ।