মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

টঙ্গিবাড়ীতে ভুয়া পুলিশের ১ সদস্য আটক।


প্রকাশের সময় :২২ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:৩৭ : অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাচঁগাওঁ ইউনিয়নের সিদ্ধেশ্বরী জোড়া ব্রীজ সংগ্লগ্ন এলাকায় পুলিশের পোষাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতি করার সময় পথচারিদের সহয়তায় এক ডাকাতকে আটক করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।
এসময় সাথে থাকা আরো প্রায় ৬ জন ডাকাত পালিয়ে যায়।
আটকৃত ডাকাত জহিরুল ইসলাম (৩৬) ওরফে কানা জহির মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিরচর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থাণীয়রা জানান, বুধবার (২১ ফেব্রুয়ারী) রাত সোয়া ১০টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী-হাসাইল সংযোগ সড়কের সিদ্ধেশ্বরী জোড়া ব্রীজ এলাকায় পুলিশের পোষাক পরে চেকপোস্ট বসিয়ে অটো সিএনজি থামিয়ে যাত্রীদের দেহ তল্লাসী করেছিলো ছদ্মবেশী ৭ ডাকাত। এ সময় পুলিশের টহল গাড়ি ওই স্থান দিয়ে যাওয়ার সময় অনেক লোকজনের সমাগম দেখে প্রকৃত পুলিশ সদস্যরা তাদের টহল গাড়ি ওই স্থানের পাশে থামালে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থাণীয় যাত্রীদের সহয়তায় ডাকাত দলের ১ সদস্যকে গ্রেফতার করে পুলিশ এবং অন্যরা পালিয়ে যায়।
টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে পুলিশের পোষাক পরে চেক পোস্ট বসিয়ে ডাকাতি করছিল ৭ ডাকাত সদস্য । পরে পুলিশের টহলরত গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তায় যাতায়াতকারীদের সহায়তায় এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হবে। বাকি ৬ ডাকাত সদস্য্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সে সক্রিয় ডাকাত দলের সদস্য। এ ডাকাত দলের সদস্যরা বিভিন্ন স্থানে ছদ্মবেশে ডাকাতি করে আসছিলো বলেও জানান তিনি।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১