বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

টঙ্গীবাড়িতে ট্রাক ভর্তি জাটকা সহ আটক ২


প্রকাশের সময় :২২ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:২৫ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাক ভর্তি জাটকা ইলিশ সহ ২ জন মাছ ব্যবসায়ী কে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মজনু গাজীর ছেলে সুমন গাজী এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার চিতলিয়ার নুরউদ্দিন গাজীর ছেলে হেলাল গাজী।

বৃহস্পতিবার ভোরে টঙ্গীবাড়ী উপজেলার বেশনাল চৌরাস্তায় অভিযান পরিচালনা করে ১২০০ কেজি জাটকা সহ তাদের কে আটক করা হয়। পরে আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রেজওয়ানা আফরিন।

টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাম্মৎ নিগার সুলতানা জানান, বিশেষ কম্বিং অপারেশন ২০২৪ইং উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার ভোরে বেশনাল নামক স্থানে অভিযান পরিচালনা করে ২ জাটকা ব্যবসায়ী কে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত জাটকা গুলো উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১