আনিছুর রহমান রুবেল:মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ থাপ্পরে ফাহিম হোসেন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে।
জানাযায় নিহত ফাহিম হোসেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত নুরু বেপারী ছেলে।
গতকাল রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ীর মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে ।
এ ঘটনায় জড়িত গোপাল পাটনিকে রাতেই থানা পুলিশ আটক করেছে ।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষ পাড়া এলাকার গোবিন্দ্র পাটনির ছেলে গোপাল পাটনির (১৯) সাথে ফাহিমের কথা কাটাকাটি হয় । একপর্যায় গোপাল পাটনি ফাহিমের গালে থাপ্পর মারলে ফাহিম অসুস্থ হয়ে পড়ে । স্থানীয়রা আহত ফাহিমকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আনজুমান আরা বলেন,আমাদের এখানে আসার আগেউ যুবকের মৃত্যু হয়েছে ।
সিরাজদীখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পর পর পুলিশ পাঠিয়ে জড়িত গোপাল পাঠনিকে রাতেই আটক করা হয়েছে । মামলা প্রক্রিয়াধীন ।