আনিছুর রহমান রুবেল:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বামীর পরকীয়ার জেরে নিজ স্ত্রী সাদিয়াকে গামছা দিয়ে শ্বাস রুদ্ধ করে হত্যা করে পাষণ্ড স্বামী মিজানুর রহমান।
গত ৮ অক্টোবর রবিবার রাত ১০.৩০ মিনিটের দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের গোরামারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া বাসাইল ইউনিয়নের দক্ষিণ গোরামারা গ্রামের তারেক হোসেনের মেয়ে। সাদিয়া গোরামারা তার মামার বাড়িতে স্বামী মিজানুর রহমান কে নিয়ে থাকত।
নিহত সাদিয়ার মায়ের দাবি পরকিয়ার বলি হলো আমার মেয়ে, মিজান ঝর্ণা নামে এক মেয়ের সাথে সম্পর্কের জড়িয়ে ওই মেয়ের কথামতোই আমার মেয়ের সংসারে অশান্তি করে মারধর করে শেষ পর্যন্ত আমার মেয়ের বুকের উপরে উঠে গামছা দিয়ে ফাস লাগিয়ে শ্বাস রুদ্ধ করে মেরে ফেলেছে। যে মেয়ের সাথে পরকীয়া করে সে মেয়ে কেরানীগঞ্জ হাসনাবাদ ইকুরিয়া এলাকার জয়নালের মেয়ে ঝর্না।
হত্যাকারী স্বামী মিজানুর রহমান, উপজেলার লতব্দী ইউনিয়নের নতুনচর গ্রামের ইমান আলীর ছেলে।
মেয়ের পারিবারিক সূত্রে জানা যায়, এর আগেও অনেকবার সাদিয়াকে মেরেছে পরে থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে।
এর পর আবারও মিজানুর রহমান ৫ লক্ষ টাকা দাবি করে,যদি না দেই তাহলে আমার মেয়েকে রেখে অন্য জায়গায় বিয়ে করার হুমকি দেয়।
তাই আমরা একটি যৌতুক এর মামলা করি যা মুন্সিগঞ্জ কোর্টে চলমান।
এই বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম সুমন বলেন,
আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং আসামিকে গ্রেফতার করি, এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।