শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

সিরাজদিখানে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা।


প্রকাশের সময় :২৬ আগস্ট, ২০২৩ ১১:২৭ : অপরাহ্ণ

সিরাজদিখান প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুর ১ টায় ইছাপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মিয়ার সভাপতিত্বে,
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
ইসাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু চৌধুরীর সঞ্চালনায়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির,
সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মইনুল হাসান নাহিদ,
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার,
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লতব্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাবুল,
মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী আব্দুল করিম, লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ মো: ফজলুল হক,রশুনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ, বয়রাগাদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মৃধা,
মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক জাহিদ, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মহসিন রেজা, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু সহ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১