রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা উপজেলার খবর

ময়মনসিংহে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলাম মোস্তফা বাবু চৌধুরী’র আনন্দ শোভাযাত্রা


প্রকাশের সময় :২ জানুয়ারি, ২০২৫ ৪:১৪ : অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক: ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারি (বুধবার)  আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন। আনন্দ শোভাযাত্রাটি টাউন হলে অবস্থিত শহীদ মিনার থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক নব গঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে মুক্তাগাছা’র মাটি ও মানুষের আস্থাভাজন আলহাজ্ব জাকির হোসেন বাবলুকে আহবায়ক, রাজপথের সিংহ পুরুষ আলমগীর মাহমুদ আলম ভাইকে যুগ্ম-আহ্বায়ক এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল সভাপতি রোকনুজ্জামান সরকারকে সদস্য সচিব নির্বাচিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। গোলাম মোস্তফা বাবু চৌধুরী বিএনপি মনোনিত পলিটিকাল ফেলো, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ৫নং ওয়ার্ড ছাত্রদল, শহর শাখা’র সাবেক আহবায়ক ছিলেন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১