সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ কৃষক লীগ সিরাজদিখান উপজেলা কমিটির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলা কৃষক লীগের প্রধান কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি দীল মোহাম্মদ লালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টুর সঞ্চালনায়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ,
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সিগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবির,
সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ,লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুল হক,
মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মৃধা, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, এডভোকেট আবু সাইদ,সাবেক জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহসিন রেজা, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু,
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,
উপজেলা তাতী লীগের সভাপতি, রাসেল শেখ, উপজোলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, ওয়াসিম, উপজেলা তাতী লীগের প্রচার সম্পাদক, মৃধা মোহাম্মদ নাছির উদ্দীন সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।