সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা দুর্ঘটনা

সিরাজদিখানে শিয়ালকে বাঁচাতে গিয়ে সিএনজি চালকের মৃত্যু


প্রকাশের সময় :১৫ ডিসেম্বর, ২০২৪ ৮:৫৮ : পূর্বাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিয়ালকে বাঁচাতে গিয়ে ইয়ামিন (২১) নামে ১সিএনজি চালক নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের টানা ব্রিজের সামনে রাস্তায় দুটি শিয়াল সিএনজির সামনে চলে আসলে এই দূর্ঘটনা ঘটে।
শিয়ালকে বাঁচাত গিয়ে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যায়।
খবর পেয়ে সিরাজদিখান উপজেলার ফায়ার সার্ভিস টিম এসে সিএনজি ও ড্রাইভার এর মৃতদেহ উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশের দায়িত্বে বুঝিয়ে দেন।
আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান,
নিহত ইয়ামিন সিরাজদিখান উপজেলার উত্তর রাঙ্গাবালিয়া গ্রামের আলী আকবরের ছেলে।
আহত রা হলেন সিরাজদিখান উপজেলার চারবিশ্বনাথ গ্রামের ভোজহরী মন্ডলের ছেলে বাবু মন্ডল, মুন্সিগঞ্জের কালীখোলা এলাকার শাহ আলমের ছেলে রিফাত(২১) ও টঙ্গিবাড়ী থানাট চরকার্তপুর এলাকার মনির হোসেনের ছেলে জুবায়ের (২১)।
এই বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন,৪ জন যাত্রী নিয়ে সিএনজিটি ঢাকার উদ্দেশ্য রাওয়ানা দিলে হটাৎ করে রশুনিয়া টানা ব্রিজের কাছে সড়কে ২ টি শিয়াল এসে পরে তখন সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই চালক মারা যায়, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে, আইন গত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১