আনিছুর রহমান রুবেলঃস্টাফ রিপোর্টার
ঢাকা জেলার শ্যামপুর থানা এলাকায় ট্রাকের ধাক্কায় অপু সরকার(২৭) নামে মালোয়শিয়া প্রবাসী এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তারই বন্ধু মোহানুর কাজী(৩২) ।
রবিবার বিকাল ৪ টার দিকে ফতুল্লা-পোস্তগোলা সড়কের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে । নিহত অপু সরকার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর গুয়াখোলা গ্রামের ফজল সরকারের পুত্র । আহত তারই বন্ধু একই এলাকার আবুল কাজীর পুত্র। আহত মোহানুর কাজী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।
নিহত অপু সরকারের ভাই স্বপন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান,‘আমার ছোট ভাই অপু সরকার দেড় মাসে আগে মালোয়শিয়া থেকে ছুটিতে বাংলাদেশে এসেই বিয়ে করেছে । রবিবার অপু আর পাশের বাড়ীর এক বন্ধুকে নিয়ে পাসপোর্টের ফিঙ্গার দিতে মুন্সীগঞ্জ জেলা সদরে যায় । বাড়ীর ফেরা পথে ঢাকার শ্যামপুর এলাকায় ট্রাকার ধাক্কায় ঘটনাস্থলেই অমার ভাই মারা যায় । ’
বাসাইল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান,‘বিষয়টি খুবই দু:খজনক ,ছেলেটি দেড় মাস হয় দেশে এসে নতুন বিয়ে করেছে । খুবই মর্মান্তিক ঘটনা ।