মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :২২ মার্চ, ২০২৪ ১১:০৩ : পূর্বাহ্ণ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ অস্থায়ী চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, ওসি মো.মুজাহিদুল ইসলাম,উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.রেজাউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.আরাফাত হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তার, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো.ফজলুল হক, রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, বয়রাগাদী ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ। সভায় তিন ফসলি জমির মাটিকাটা বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও উপজেলা জুড়ে চুরি বন্ধে বিশেষ টহল জোরদার এবং শেখরনগরের কালী পূজা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১